Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০১৮

গ্রন্থাগার,পশকে, ঢাকা

ভূমিকা

পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সব থেকে প্রাচীনতম গবেষণা কেন্দ্র। কেন্দ্রটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর গ্রন্থাগার পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োজিত বিজ্ঞানীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের সাথে সাথে গ্রন্থাগারটি এর সংগ্রহ ও ব্যবহারকারীদের সেবা প্রদানের ক্ষেত্রে আরও সমৃদ্ধ হয়েছে। এই গ্রন্থাগারে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রায় সকল ধরণের পাঠ্য সামগ্রী যেমনঃ বই, সাময়িকীয় (প্রিন্ট ও অনলাইন), বিভিন্ন রিপোর্ট, রিপ্রিন্টস, প্যাম্পলেট ইত্যাদি রয়েছে। গ্রন্থাগার সামগ্রী সমূহ বিজ্ঞানী ও অন্যান্য গবেষকদের ব্যবহারের জন্য সুসংবদ্ধভাবে সংরক্ষিত আছে।     

 

লক্ষ্য/উদ্দেশ্য

  •  তথ্য সংগ্রহ ও বিতরণ।
  •  গ্রন্থাগারের জন্য পাঠ্যসামগ্রী সংগ্রহ ও ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা।
  •  আধুনিক ও স্বয়ংক্রিয় গ্রন্থাগার সেবা প্রদান।
  •  গ্রন্থাগারে অনলাইন উপকরণসমূহের প্রাপ্যতা নিশ্চিতকরণ।
  •  নানাবিধ রিপোর্ট ও প্রতিবেদন প্রস্তুত করা ও প্রকাশ করা।
  •  দেশি-বিদেশী দর্শনার্থীদের কেন্দ্র পরিদর্শনে সহায়তা প্রদান।
  •  সেমিনার আয়োজন।
 

কার্যক্রম/কর্মকান্ড (গবেষণা/উন্নয়ন/ সেবা)

তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গ্রন্থাগার সেবা প্রদান করা হয়- (১) গ্রন্থাগার ও তথ্য সেবা (২)  বৈজ্ঞানিক তথ্য ও কার্যক্রমের ডকুমেন্টেশন সংরক্ষণ (৩) জনসংযোগ কার্যক্রম। গ্রন্থাগারে নিয়মিতভাবে ৩টি আর্ন্তর্জাতিক (প্রিন্ট সংস্করণ) সাময়িকী ক্রয় করা হয় এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ব্যবস্থাপনায় BIPC (Bangladesh INASP-PERI)  কনসোর্টিয়ামের (অনলাইন জার্ণাল সার্ভিস) সাথে সংযুক্ত রয়েছে। এই কনসোর্টিয়ামের আওতায় ব্যবহারকারীগণ ২০টি ভিন্ন ভিন্ন প্রকাশকের সহস্রাধিক অনলাইন জার্ণাল ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজ করতে পারেন। গ্রন্থাগারে নিম্নোক্ত সেবাসমূহ প্রদান করা হয়ে থাকেঃ
  •  গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডে সহায়তার জন্য প্রিন্ট জার্ণাল এবং ইন্টারনেট ব্রাউজিং সুবিধা প্রদান।
  • HINARI / AGORA /OARE / ARDI-  এর মাধ্যমে ই-জার্ণাল / ই- বুক সেবা প্রদান
  •  পাঠকক্ষ সেবা 
  •  বই, সাময়িকী (প্রিন্ট ও অনলাইন), বিভিন্ন রিপোর্ট, রিপ্রিন্টস্, প্যাম্পলেট ইত্যাদি ব্যবহারের সুবিধা।
  •  চলতি তথ্য জ্ঞাপনা/নির্বাচিত তথ্য জ্ঞাপন সেবা ও অন্যান্য।
  •  রেফারেন্স সেবা।
  •  নিয়মিতভাবে কেন্দ্রের এ পি এ, মাসিক, ত্রৈমাসিক ও অন্যান্য গবেষণা প্রতিবেদন প্রস্তুত।
  •  কেন্দ্রের বার্ষিক প্রতিবেদন, কারিগরী প্রতিবেদন, নিউজলেটার, ব্রশিউর, লিফ্লেট ইত্যাদি প্রস্তুতকরণ ও প্রকাশ।  
 

জনবল

১. মিসেস ওবায়দা বেগম, মুখ্য গ্রন্থাগারিক
২. পাপিয়া সুলতানা, গ্রন্থাগারিক
 

                      

                        Reading Room                                                                                              Journal Section

 

Useful Links:

INASP/PERI (LiCoB) Online Journal

 

  • American Astronomical Society

             http://aas.org/

  • American Society of Agricultural & Biological Engineers (ASABE)

            https://elibrary.asabe.org/

  • American Society of Civil Engineers

            http://ascelibrary.org/

  • Annual Reviews

            http://www.annualreviews.org/

  • British Institute of Radiography

            http://www.birpublications.org/

  • Cambridge University Press (CUP)

            http://journals.cambridge.org/action/login;jses

            sionid=4BDE2F2B6D6B00C8B3F16C23D153990D.journals

  • Canadian Science Publishing (was NRC Press)

            http://www.nrcresearchpress.com/

  • EBSCOHost including CMMC

            http://web.a.ebscohost.com/ehost/search/selec

            tdb?sid=3a624559-4f58-44ec-9017-

            2186633ab4fe%40sessionmgr4004&vid=0&h

            id=4104

  • Edinburgh University Press

            http://www.euppublishing.com/

  • Geological Society

            http://www.lyellcollection.org/

  • Mary Ann Liebert

            http://www.liebertpub.com/

  • ProjectMUSE

            http://muse.jhu.edu/

  • SPIE Digital Library

            http://spiedigitallibrary.org/

  • Springer ALL PLUS 2097 titles

            http://link.springer.com

  • Wiley Online Library (1,360 titles)

            http://onlinelibrary.wiley.com/

  • Indian Journals

            http://www.indianjournals.com/ijor.aspx

  • Project MUSE books 2017 Complete

            Collection (17,048++ titles tbc)

             http://muse.jhu.edu/

  • Cochrane Library (Web)

             http://www.cochranelibrary.com

  • De Gruyter Online Journals (inc LIS)

            http://www.degruyter.com/search?t1=BB

  • International Forestry Review

            http://www.cfainternational.org/international_

            forestry_review.php

  • Optical Society of America (OSA)

            https://www.osapublishing.org

  • Policy Press

            http://www.ingentaconnect.com/content/tpp

  • Royal College of Physicians

            http://www.clinmed.rcpjournal.org/

  • Royal Society

            https://royalsociety.org/journals/

  • De Gruyter LIS books collection

            http://www.degruyter.com/search?t1=BB